আল্লামা নঈমী (রহ.) ইমান-আক্বিদা রক্ষার্থে আপসহীন যোদ্ধা ছিলেন

5

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার শায়খুল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের সাবেক চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রহ.)’র চতুর্থ ওফাত বার্ষিকী উপলক্ষে শেরে মিল্লাত কনফারেন্স ২৩ মে নগরীর হামজার বাগস্থ একটি কমিউনিটি সেন্টারে শায়খুল হাদিস মুহাদ্দিস-এ আযম আল্লামা হাফেজ সোলায়মান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শেরে মিল্লাত ফাউন্ডেশন আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আনজুমান-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মহসিন। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা কাজি মঈনুদ্দীন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টসেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। উদ্বোধক ছিলেন মাওলানা শাহ আমানত হজ কাফেলার ব্যাবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকী।
কনফারেন্সে বক্তারা বলেন, আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রহ.) ইমান-আক্বিদা রক্ষার্থে এক আপোষহীন যোদ্ধা ছিলেন। বাতিলের আতংক খ্যাত আল্লামা নঈমী আপন পীর-মুর্শীদের প্রতি ছিলো তাঁর ভক্তি ভালোবাসা ও সকলের প্রতি ছিলেন শিশু সূলভ এক উদার ব্যক্তিত্ব। কুরআন-হাদিস ও ফিকাহ শাস্ত্রের ওপর তাঁর বয়ানে দেশ-বিদেশের কোটি কোটি মানুষের হৃদয় কাঁপাতো।
মাওলানা আবদুল মালেক ও শাহজাদা মাওলানা হামেদ রেজা আলকাদেরীর যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আল্লামা আবদুল আলীম রেজভী, আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, আল্লামা মুফতি কাজি আবদুল ওয়াজেদ, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা আবদুল মান্নান, অধ্যক্ষ আল্লামা হারুনুর রসীদ আশরাফী, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ জসীম উদ্দিন আল আযহারী, আরবি প্রভাষক আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজভী, মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমাইর রেজভী, আরবি প্রভাষক মাওলানা মো. ইউনুস, উপাধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ আনোয়ারী, অধ্যক্ষ মাওলানা সৈয়দ জালাল উদ্দিন আল আজহারী, মাওলানা সেকান্দার হেসাইন আল কাদেরী, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি সিকদার, অর্থ সম্পাদক কমরুদ্দিন সবুর, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ সোলাইমান ফরিদ, সংযুক্ত আরব আমিরাতের গাউছিয়া কমিটির সহ সভাপতি মো. শফিউল আজম মানিক, আনজুমান মেম্বার মুহাম্মদ নুরুল আমিন, মিলাদ কিয়াম পরিবেশন করেন মাওলানা নঈমুল হক। ওলামা-মাশায়েখ ও অতিথির মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ্, শাহজাদা মাওলানা জিন্নুরাইন। বিজ্ঞপ্তি