আলহাজ মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুলে শোকসভা

2

গত ৬ মে সন্ধ্যায় সিটি গেট সংলগ্ন ঈগল স্টার রেল গেট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র সৈয়দ তানজিম আহমেদ তুষার। নিহত তুষারের আত্মার মাগফেরাত কামনায় আলহাজ মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুলের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে দেশরতœ শেখ হাসিনা মিলনায়তনে খতমে কোরআনে পাক মিলাদ, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক আবদুস সাত্তার মজুমদার। আলোচনা করেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, প্রধান শিক্ষক মৌসুমী দাশ ও মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সম্ভাবনাময় এ কিশোরের অকাল মৃত্যু বড়ই বেদনাদায়ক। বিজ্ঞপ্তি