আর্ত-মানবতার কল্যাণে হিন্দু ফাউন্ডেশন

1

আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন। সমাজের অপেক্ষাকৃত অসচ্ছল মানুষের জটিল রোগের চিকিৎসায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন আর্থিক সহায়তা করে যাচ্ছে। ১১ মে সন্ধ্যা ৭টায় মৈত্রী ভবন হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে আর্থিক সহায়তা প্রদানকালে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এ কথা বলেন। আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ ও ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের টেকপাড়ায় অগ্নিদূর্গত ৪৯টি পরিবারের মাঝে ১,০৬,০০০ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। ৯টি অসচ্ছল পরিবারকে বিবাহ সহায়তা ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৩ জন রোগীর মাঝে ১,৪৮,০০০ টাকা সহ সর্বমোট ২,৫৪,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাহিফা চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, প্রাক্তন মহাসচিব শ্যামল কুমার পালিত, সহ-মহাসচিব বিশ্বজিৎ পালিত, অর্থসচিব জ্যোর্তিময় চৌধুরী কাজল, সাংগঠনিক সচিব আশুতোষ সরকার, বিবাহ সচিব অ্যাডভোকেট সুমন কৃষ্ণ দাশ, প্রচার ও প্রকাশনা সচিব অজিত আইচ এবং শিল্প ও বাণিজ্য সচিব ডা. গৌতম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি