আর্জেন্টিনার অলিম্পিক দল ঘোষণা

2

স্পোর্টস ডেস্ক

প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্টের জন্য ১৮ সদস্যের দল দিয়েছে আর্জেন্টিনা। জায়গা পেয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী চারজন। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহাযজ্ঞে অবশ্য মহাতারকা লিওনেল মেসি আগেই না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন। বয়স ও ফিটনেসের বাস্তবতা তার এমন সিদ্ধান্ত।
নিয়ম অনুযায়ী অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে খেলাতে হয়। কোচ হাভিয়ের মাশ্চেরানো ২৩ ঊর্ধ্ব তিন সিনিয়রকে বেছে নিয়েছেন। গোলরক্ষক জেরোনিমো রুল্লি, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ আছেন। বয়সের সীমারেখার মধ্যে থাকায় বিশ্বকাপজয়ী অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদাও প্যারিসের টিকিট পেয়েছেন।
আগামী ২৪ জুলাই মরক্কোর বিপক্ষে অলিম্পিক অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বি-গ্রæপে তাদের অন্য প্রতিপক্ষ ইরাক ও ইউক্রেন।