আরটিসহ অন্যান্য রুশ গণমাধ্যমকে নিষিদ্ধ করছে মেটা

2

সম্প্রতি ‘বিদেশি হস্তক্ষেপের’ দায়ে আরটি’সহ অন্যান্য রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে নিষিদ্ধ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। ঘোষণায় ফেইসবুকের মালিক কোম্পানি মেটা বলেছে, নিজেদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম থেকে আরটি রাশিয়া নিয়ন্ত্রিত অন্যান্য সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করছে তারা। মেটার দাবি, প্রভাব বিস্তারের জন্য গোপন অভিযান চালায় এসব রুশ গণমাধ্যম। “আমরা রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বিরুদ্ধে আমাদের চলমান প্রয়োগের পরিধি সতর্কতার সঙ্গে বাড়িয়েছি। রুসিয়া সেগোদনিয়া, আরটি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে বিদেশি হস্তক্ষেপমূলক কার্যকলাপের জন্য নিষিদ্ধ করা হচ্ছে বিশ্বব্যাপী।”
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে কয়েক বছর ধরে আরটি ও অন্যান্য রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রবেশাধিকার সীমিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি এই পদক্ষেপ নিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।