আমাদের জাতিসত্তার মূল চালিকাশক্তি বঙ্গবন্ধু

4

মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশকে জানতে হলে সবার আগে জানতে হবে জাতির জনক বঙ্গবন্ধুকে। তবেই আমাদের দেশপ্রেম শাণিত হবে জীবনের প্রতিটি স্তরে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের গ্যালারী ভবনে আয়োজিত গণমাধ্যম কর্মী এ্যালেন অনিক ভট্টাচার্যের পরিকল্পনা এবং সৃজনে বাংলাদেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর আদর্শিক বাণী সম্বলিত ৫৫টি ছবির বর্ণাঢ্য প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু না হলে কখনও বাংলাদেশ হতো না, আমরা কখনও স্বাধীন হতাম না। আমাদের জাতিস্বত্তার মূল চালিকাশক্তি হচ্ছেন বঙ্গবন্ধু। মেয়র প্রদর্শনীর সফলতা কামনা করেন এবং এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বাসব শীল, মোস্তফা জাহাঙ্গীর এবং সাইফুল আলম বাবু।
সভা শেষে অতিথিরা কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। সকলে গ্যালারী ভবন ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর জীবনের নানান ছবি দেখেন। এই প্রদর্শনী ১৬ জুলাই পর্যন্ত বিকেল ৪টা হতে রাত ৮টা সবার জন্যে উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি