আবাহনী-মোহামেডানের জয় ব্রাদার্সের অবনমন

1

ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন তৃতীয় শক্তি ছিল ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের দলটির সেই সোনালী অতীত আর নেই। ২০২১-২২ মৌসুমে ৪৬ বছর পর শীর্ষ ফুটবল থেকে অবনমিত হয় তাদের। দুই মৌসুম বিরতি দিয়ে এবার প্রিমিয়ারে ফিরেও ব্রাদার্স টিকতে পারেনি। গতকাল (শনিবার) রাজশাহীতে হোম ভেন্যুতে ব্রাদার্স ইউনিয়ন ২-৩ গোলে শেখ রাসেলের বিপক্ষে হেরেছে। এতে ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭। শেষ ম্যাচে পুলিশের বিপক্ষে জিতলে দাঁড়াবে ১০ পয়েন্ট। ফলে রহমতগঞ্জের ১৩ পয়েন্ট আর স্পর্শ করা সম্ভব নয়। তাই এক রাউন্ড বাকি থাকতেই প্রিমিয়ার লিগ থেকে নেমে যেতে হচ্ছে ব্রাদার্স ইউনিয়নকে। ব্রাদার্স ইউনিয়নের অবনমনের দিনে নিজ নিজ ম্যাচে জিতেছে আবাহনী ও মোহামেডান। এই দুই দলের মধ্যকার শেষ ম্যাচের ওপর রানার্স-আপ নির্ধারিত হবে। ওই ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে মোহামেডান দ্বিতীয় দল হিসেবে লিগ শেষ করবে।