আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেন কোহলি

3

পূর্বদেশ ক্রীড়া ডেস্ক

সবে মাত্র বিশ্বকাপ জিতেছেন। জিতেছেন ম্যাচসেরা পুরস্কারও। সেই পুরস্কার নিতে এসেই বিরাট কোহলি জানালেন, ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে আর দেখা যাবে না তাকে।বিশ্বকাপ ফাইনালই ছিল এই ফরম্যাটে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
কোহলি বলেন, ‘ভারতের হয়ে এটাই আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমরা ট্রফি উঁচিয়ে ধরতে চেয়েছিলাম। হেরে গেলেও যে বলতাম না (অবসরের ব্যাপারে), তেমনটা নয়। এটা ওপেন সিক্রেট ছিল।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালের আগে সময়টা ভালো যাচ্ছিল না। সাত ম্যাচ খেলে কেবল ৭৫ রান এসেছে তার ব্যাট থেকে। কিন্তু কেন তাকে বড় মঞ্চের খেলোয়াড় বলা হয়, শেষ ম্যাচে এসেও এর প্রমাণ দিলেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় আগেই জানিয়েছিলেন কোহলির কাছ থেকে বড় কিছুর আশা করছেন তারা। কোহলিও তাদের হতাশ করেননি। ওপেন করতে নেমে ৫৯ বলে ৬ চার ও ২ ছক্কায় খেললেন ৭৬ রানের দারুণ এক ইনিংস। সেটাই ভারতকে এনে দেয় জয়ের পুঁজি।
ম্যাচসেরা হয়ে কোহলি বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ ছিল। ইশ্বর অসাধারণ, হয় এখন নয়তো আর কখনো নয় – এমন এক পরিস্থিতিতে দলের হয়ে কাজ সম্পন্ন করতে পেরেছি আমি। সময় এসেছে পরের প্রজন্মকে দায়িত্ব তুলে দেওয়ার। আমি নিঃসন্দেহে বলতে পারি, তারা এখান থেকে দলকে আরও সামনে এগিয়ে নেবে।’
২০১০ সালে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল কোহলির। ক্যারিয়ার শেষ করেন ১২৫ টি-টোয়েন্টিতে ৪ হাজার ১৮৮ রান করে। যেখানে একটি সেঞ্চুরি ও ৩৮টি ফিফটি রয়েছে তার।