আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

2

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে আয়েশা ছিদ্দিকা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা ছিদ্দিকা পীরখাইনের তৌহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, দাদার সাথে মসজিদে গিয়েছিলো আয়েশা। দাদা নামাজে থাকা অবস্থায় মসজিদের পুকুর ঘাটে অপেক্ষা করছিলো সে। পরে দাদা বের হয়ে দেখেন আয়েশা নেই। ঘন্টাখানেক পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে আনোয়ারা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মামুনুর রশীদ জানান, বিকেলে শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।