আনোয়ারায় জোনাকি ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

3

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় জোনাকি ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকালে আনোয়ারা উপজেলা হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলমের সভাপতিত্বে ও ইশতিয়াক রাসেল ও ফারহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা মাস্টার মোহাম্মদ ইয়াকুব আলী, সংবর্ধেয় অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এবিএম আবু নোমান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য গবেষক ভাস্কর ডিকে দাস মামুন, বিশেষ অতিথি ছিলেন জাপানের অনারারি কনস্যুলার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-রেজিস্টার এস এম ফোরকান, নীল মানবাধিকার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এসকান্দার চৌধুরী হিরো।
অনুষ্ঠান শেষ ১২ জন ট্যালেন্টপুল, ৩২ জন এ গ্রেড ও ৮৯ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ১২ টি সামাজিক সংগঠন ও গুণিজনদের সম্মান স্মারক প্রদান করা হয়।