আজ রাঙ্গুনিয়া ক্লাবের নির্বাচন

2

রাঙ্গুনিয়া প্রতিনিধি

আজ শনিবার ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ চারটি সম্পাদকীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। ২৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া ক্লাবের সুনাম ছিলো চট্টগ্রাম জুড়ে। চট্টগ্রাম সহ প্রবাসে ও রাঙ্গুনিয়ায় এই ক্লাবের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এবারের নির্বাচনে ১১ পদের মধ্যে ইতিমধ্যে ৭ পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও আন্তঃক্রীড়া সম্পাদক পদে ভোট গ্রহণ করা হচ্ছে। এই পদে প্রতিদ্বন্দ্বি আট প্রার্থী প্রতীক বরাদ্দের পর ১৪ জুন থেকে নামেন প্রচারণায়। প্রার্থীরা হলেন: সভাপতি পদে- বর্তমান সভাপতি মফিজুল হক চৌধুরী (চেয়ার) এবং সাবেক সভাপতি হাজী সোলেমান চৌধুরী (দোয়াত-কলম), সাধারণ সম্পাদক পদে- বর্তমান সাধারণ সম্পাদক পদে সেলিম চৌধুরী (গোলাপ ফুল) এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদুল আজিম চৌধুরী খোকন (মাছ), কোষাধ্যক্ষ পদে- তমিজ উদ্দিন কুসুম (হাতঘড়ি) এবং দেবাশীষ বড়ুয়া (তালা চাবি), আন্তঃক্রীড়া সম্পাদক পদে- খাইরুল আরফাত মিনা (প্রজাপতি) এবং প্রকাশ বড়ুয়া (টেবিল ঘড়ি)। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহব্বায়ক কামরুল ইসলাম চৌধুরী জানান, আজ ২৯ জুন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১১টি পদের মধ্যে চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। ২৭৭ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।