আজ অলিম্পিকে নামছেন বাংলাদেশের ইমরানুর

4

স্পোর্টস ডেস্ক

প্যারিস অলিম্পিকে প্রতিদিনই জমে উঠছে পদকের লড়াই। অন্যদিকে বাংলাদেশের প্যারিস অলিম্পিক অভিযান আজই শেষ হওয়ার পথে। আজ প্যারিস সময় সকাল পৌনে এগারোটায় অ্যাথলেটিক্স ট্র্যাকে নামবেন বাংলাদেশের দ্রæততম মানব ইমরানুর রহমান। তিনি যখন স্টাদে দ্য ফ্রান্সে দৌড়াবেন এর মিনিট পনেরো পরেই সাঁতারের পুলে থাকবেন সাঁতারু সোনিয়া খাতুন। ইমরান ১০০ মিটার স্প্রিন্টে আর সোনিয়া ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন। অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। সারা বিশ্ব এই ইভেন্টের দিকে তাকিয়ে থাকে।
বাংলাদেশের দ্রæততম মানব ইমরানুর রহমানের এই ইভেন্টে বাস্তবিক অর্থে সেমিফাইনালে উঠার সম্ভাবনা নেই। প্রাথমিক হিট উত্তীর্ণ হওয়াই মূল লক্ষ্য। বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদের মধ্যে একমাত্র নারী সাঁতারু সোনিয়া খাতুন। তার একমাত্র ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইল আজ সকালেই।