আগ্রাবাদ মহিলা কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

5

আগ্রাবাদ মহিলা কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ, মেধাবৃত্তি বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ গতকাল অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি মো. অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ। আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আফরোজা জহুর, মো. লুৎফুল এহ্ছান শাহ, প্রতিষ্ঠাতা সদস্য মো. লিয়াকত আলী, অভিভাবক প্রতিনিধি তপন চন্দ্র মজুমদার, শিক্ষক প্রতিনিধি জিনাত আরা হক, মো. দেলোয়ার হোসাইন, মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য ডা. সাবেরিন মনজুর।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন নবীনবরণ ও সাংষ্কৃতিক কমিটির আহব্বায়ক সহকারি অধ্যাপক জয়নব আক্তার এবং কলেজের অভ্যন্তরীণ ক্রীড়া কমিটির আহব্বায়ক সহকারি অধ্যাপক ফাতেমা শর্মিন। সাংষ্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় ছিল একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার জুলি এবং জান্নাতুল ফেরদৌস আরফিন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত। বিজ্ঞপ্তি