আউয়াল বাবুর মৃত্যুতে ফ্রেন্ডস ক্লাবের শোকসভা

4

চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের জনপ্রিয়, জাতীয় আম্পায়ার ও ফ্রেন্ডস ক্লাবের ক্রিকেট কমিটির সম্পাদক আউয়াল বাবুর মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে গতকাল (শুক্রবার) বাদ আছর ক্লাব প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ, সিজেকেএস সহ সভাপতি শাহিন আফতাবুর রেজা চৌধুরী, হাফিজুর রহমান ও সৈয়দ আবুল বশর, নির্বাহী সদস্য জি এম হাসান, কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, ক্লাব কর্মকর্তা মো. বেলাল ও আহমেদ আনিস চৌধুরী। এছাড়া ক্লাবের ক্রিকেট খেলোয়াড়, চট্টগ্রাম আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আউয়াল বাবুর অবদানের কথা স্মরণ করে কার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বিজ্ঞপ্তি