‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত’

5

কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে থানার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরাতে শুক্রবার বিকালে স্থানীয় পুলিশের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করতে আমরা
সিদ্ধান্ত নিয়েছি থানা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। পুলিশ সদস্যদের বাঁচাতে হবে। তারা জনগণের সেবক।
তাদের আবার পুনর্গঠিত করার সুযোগ দিতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করতে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা থানা পরিদর্শন করেছি। পুলিশ ভাইদের আশ্বস্ত করতে চাই আপনারা থানার কার্যক্রম শুরু করেন আমরা আপনাদের পাশে আছি। মতবিনিময়ের পর থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, কলাউজানের সাবেক চেয়ারম্যান মাওলানা ইদ্রিস, অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, অধ্যাপক জালাল, অধ্যাপক মোহাম্মদ হাসান, মাস্টার মোবারক আলী, কলাউজান ইউনিয়ন জামায়াতের আমীর ডা. সিদ্দিক, শিবির নেতা জিল্লুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি