আইএইচআরসি’র নির্বাহী পরিচালকের সংবর্ধনা ২৮ মে

1

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক (প্রশাসন) পদে মোহাম্মদ সাইফুদ্দিন সালাম মিঠুকে নিয়োগ প্রদান করায় আইএইচআরসি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর ও বিভাগের পক্ষ থেকে তাকে আগামী ২৮ মে বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা গত ২৫ মে সংগঠনের চট্টগ্রামের সদর দপ্তরে চট্টগ্রাম বিভাগের আহব্বায়ক তাহের আক্তার শারমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন দপ্তর সম্পাদক মো. মঈন উদ্দিন আহমেদ, সম্পাদকমন্ডলীর সদস্য মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. সাজ্জাদ হোসেন, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, নুরুল আবসার তৌহিদ, ফৌজুল কবির ফজলু, আব্দুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি