অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না জ্যোতি-নাহিদারা

3

স্পোর্টস ডেস্ক

ব্যাটিংয়ে খানিকটা উন্নতি চোখে পড়লেও বোলিংয়ে হতাশ করল বাংলাদেশ। মিরপুরে স্বাগতিকদের দেয়া ১২৭ রানের লক্ষ্য মাত্র ১৩ ওভারেই টপকে গেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হওয়ার হতাশা কাটার আগেই প্রথম টি-টুয়েন্টিতে বিপর্যস্ত নিগার সুলতানা জ্যোতির দল। হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। অ্যালিসা হিলি ও বেথ মুনির দুর্দান্ত ব্যাটিংয়ে ৪২ বল আগেই জয় নিশ্চিত করে অজি মেয়েরা। হিলি ৬৫ ও মুনি ৫৫ রানে অপরাজিত থাকেন। দুজনই মারেন ৯টি করে চার। বাংলাদেশের অন্যতম সেরা বোলার নাহিদা আক্তার ছিলেন সবচেয়ে খরুচে। এ বাঁহাতি স্পিনার ৩ ওভারে দিয়েছেন ৩৫ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে ২ উইকেট হারানোর পর আবারও ব্যাটিং ধসের শঙ্কা জেগেছিল। তবে নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। সিরিজে প্রথমবার একশ পেরোয় স্বাগতিকরা। অজি বোলারদের সামনে ৫ উইকেটে ১২৬ রানে থামে টিম টাইগ্রেস। তবে বোলাররা সামান্য লড়াইও জমাতে পারেননি। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় স্বাগতিকরা। সোবহানা মোস্তারি ৮ বলে কোনো রান না করেই আউট হন। মুর্শিদা খাতুনের সঙ্গে জ্যোতির ৫৭ রানের জুটিতে ভালোভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৭ বলে ২০ রান করে মুর্শিদা আউট হেন। এরপর ফাহিমা খাতুন ২১ বলে ২৭ রান করেন দুটি চার ও একটি ছক্কায়। ৬৪ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। টি-টুয়েন্টিতে এটি তার ষষ্ঠ ফিফটি। অধিনায়কের ইনিংসে ছিল সাতটি চারের মার। এর আগে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই বড় ব্যবধানে হারে বাংলাদেশ। কোনোটিতেই ব্যাটিংয়ে তিন অঙ্ক স্পর্শ করতে পারেনি বাংলাদেশ।