অসাম্প্রদায়িক চেতনা চিত্রিত হয়েছে নজরুল সাহিত্যকর্মে

2

চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৯ মে শহীদ অবনী মোহন দত্ত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শামীমা বেগম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল আলম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক সুবীর হালদার। বাংলা বিভাগের প্রভাষক আশরাফ তারেকের সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ নূরাজজামান।
বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম ও মো. মনির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম সাইক, আব্দুল্লাহ আল সাইমন, মামুনুর রশিদ নিরব, জাহেদ হাসান সাইমন, মহিউদ্দিন বাপ্পি, মনির উদ্দিন রিহান, মাসুদ রানা, গিয়াস উদ্দিন সাজিদ, ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, রাশেদুর রহমান, কায়েস মাহমুদ, ইয়াসির আরাফাত রিকু, আব্দুর রাজ্জাক, মোস্তফা আমান, শাহজাদা শাহরিয়ার সাকিব, মোস্তফা সাদিক রিজবী, ইমরুল হাসান, সুলভ বড়ুয়া, রুবেল হোসেন মুন্না প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম কলেজের সাংস্কৃতিক দলের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল সাহিত্যেকর্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবোধ চিত্রিত হয়েছে নিপুণ দক্ষতায়। কাজী নজরুল ইসলাম প্রেম, দ্রোহ ও সাম্যের কবি। ব্রিটিশবিরোধী আন্দোলন, ঊনসত্তরের গুণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছিল নজরুলের কবিতা ও গান। বিজ্ঞপ্তি