অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান বুধবার থেকে

2

পূর্বদেশ ডেস্ক

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
সরকার পতনের আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার সময় থানা, ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে অস্ত্র-গোলাবারুদ লুট হয়। লুট হওয়া সেসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে অনুরোধ জানিয়ে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয় পুলিশ সদর দপ্তর। খবর বিডিনিউজের।
পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবারের পর কারও কাছে পুলিশের লুট হওয়া অস্ত্র পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া গত ২৫ অগাস্টে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে লুট হওয়া অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই।
ওই দিনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে সরকার।