অবৈধভাবে বালু উত্তোলন চন্দনাইশে ২ জনকে সাজা

4

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার বরকল ব্রিজ সংলগ্ন চানখালী খালের দুই পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করায় গত ৬ মে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। বরকল ও বরমা ইউনিয়নস্থ উত্তর কেশুয়া ও বরকল মৌজায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় উক্ত চন্দনাইশ-আনোয়ারা মহাসড়কের দুইপাশে দীর্ঘদিন ধরে বালুর স্তুপ করে অবৈধভাবে ব্যবসা করে আসছিল কতিপয় আসাধু ব্যবসায়ী। বালু বিপণনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক ও ৪টি স্ক্যাভেটর জব্দ করেন তিনি। এই সময় উত্তর কেশুয়া মৌজার বালুর স্তুপ হতে অবৈধভাবে বালু বিপণনের কাজে সহযোগিতা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর লঙ্ঘন করার দায়ে মো. মঈন উদ্দীন ও মো. মিয়া হোসেন ২ জনকে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব ও সঞ্জীব চক্রবর্তী, চন্দনাইশ থানার এএসআই কামাল ও তার দল।