অপশক্তিকে নির্মূল করতে রুখে দাঁড়াতে হবে: আ জ ম নাছির

10

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কোটা আন্দোলনকে পুঁজি করে যারা এদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধ্বংস করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপি-জামায়াত ও শিবির চক্র দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে কয়েক কোটি মানুষকে রুটি-রুজি রোজগারহীন করে দিয়েছে। তারা সাধারণ মানুষের ভাগ্যকে ছুরিকাঘাত করছে। তারা ভাগ্যহীন মানুষের পাশে কখনো ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। তাই এই অপশক্তিকে নির্মূল করার জন্য সকল দেশপ্রমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিসহ সাধারণ মানুষকেই চেতনায় রুখে দাঁড়াতে হবে। তিনি ২৭ জুলাই সকালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত নৈরাজ্য ও নাশকতায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের মাঝে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর চকবাজারে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহামুদ শমসের, নির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, কাউন্সিলর শহিদুল আলম, কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু, মোজাহেরুল ইসলাম চৌধুরী, অ্যাড. শাহেদুল আজম শাকিল, মোহাম্মদ মুসা, এম.এ মাসুদ করিম টিটু, মোহাম্মদ তারেক সুলতান, আবুল মাসুদ, নিজাম উদ্দিন, বিপ্লব দে, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ আমির, মো. নুরুর রহমান মিয়া, গিয়াস উদ্দিন সাজিদ, আলাউদ্দিন আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি