অনুরূপা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

3

অনুরূপা ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় ও সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২১ মে সম্পন্ন হয়েছে। বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অনুরূপা ফাউন্ডেশন বাংলাদেশ এর সহ-সভাপতি অঞ্জন কান্তি বিশ্বাস ও বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মঈন উদ্দীন। ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দীন কামালের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষানুরাগী প্রদীপ মিত্র চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সচিব প্রদীপ মিত্র চৌধুরী। উপস্থিত ছিলেন দীপক চৌধুরী, প্রভাষক নির্মল পাল, বিজয় লক্ষী চৌধুরী, শ্রাবণী মিত্র চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরির পাশাপাশি মূল্যবোধ তৈরি হয় এমন কাজ করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও সৃজনশীল শিক্ষার সঙ্গে পরিচিত করতে বৃত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুরূপা ফাউন্ডেশন বাংলাদেশ এর এমন উদ্যোগ আলোকিত মানুষ হবার অনুপ্রেরণা জোগাবে। বিজ্ঞপ্তি