অনুপ বিশ্বাসের মদের মহাল উচ্ছেদের দাবি

21

‘অনুপ বিশ্বাস রমা বিশ্বাস কান্ট্রি স্পিরিট শপ’ নামক মদের মহাল উচ্ছেদের দাবিতে পাথরঘাটা মাদকবিরোধী সচেতন নাগরিক কমিটি ও এলাকাবাসীর পক্ষে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। তরণী সেনের সভাপতিত্বে ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ও এনামুল হক এনামের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে ইকবাল রোড পুরাতন ফিশারি ঘাট অনুপ বিশ্বাসের মহাল এই জায়গা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আল্টিমাটাম দেওয়া হয়। এতে বক্তারা বলেন, সন্ধ্যা হলেই এলাকার মূল সড়কে চলাচলের রাস্তায় এক বিশাল মদের হাট বসে। যেখানে রাস্তা দিয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী মা-বোনেরা চলাচল করতে প্রতিনিয়ত মাদকসেবীদের সাথে ইভটিজিং এর শিকার হচ্ছেন। অনুপ বিশ্বাসকে অনেকবার এ ব্যাপারে বলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তারা বলেন, অনুপ বিশ্বাস এখানে আর মদের মহাল চালাতে পারবে না, তা অন্যত্র সরিয়ে নিতে হবে।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহব্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এইচএম জিয়াউদ্দিন জিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবী দোভাষ, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক ফজলে এলাহী বাবুল, আশফাক আহমেদ, আনিসুর রহমান ইমন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, ইসমাইল আজাদ, অধীর দাশ, প্রদীপ সাধু, উত্তম দাস, ব্যবসায়ী রফিক সওদাগর, মনির, সুমন গুহ, মহানগর ছাত্রলীগ নেতা সায়েম, প্রদীপ দাস, রনধীর দাশ, রতন দাস, মিন্টু দাস, নিজ্জল দাস, কৃষ্ণ বাঁশি দাস, পলাশ দাশ, হরিলাল সদ্দার, রানা দাস, মিন্টু দাস, সাগর দাস, সুব্রত আইচ, ফিশারি ঘাট সাথিউল বাহার জামে মসজিদের খতিব, মালেক কোম্পানি, আশরাফুল ইসলাম মামুন, আনোয়ার, জামাল, আজিজ, সুফি দিদার, কৃষক লীগ নেতা নেতা তাপস দাস, ছাত্রলীগ নেতা শুভ দাশ, বিজয় আইচ, অপু দাশ পুমুখ। বিজ্ঞপ্তি