অটোমেটিক বর্জ্য ডিটেকশন কমাতে পারে স্বাস্থ্যঝুঁকি

3

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ জুন অনুষ্ঠিত হয়েছে ‘ট্র্যাস ক্লাসিফিকেশন ইউজিং ডিপ নিউরাল নিটওয়ার্ক’ শীর্ষক অ্যাকাডেমিক সেমিনার। অ্যাকাডেমিক সেমিনার সিরিজের তৃতীয় পর্বে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবালের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা ছিলেন বিভাগের প্রভাষক ধ্রুবজ্যোতি দাশ। বিশেষ অতিথি ছিলেন ইউএস ফুলব্রাইট স্পেশালিস্ট ও এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির ইনফরমেশন সিস্টেমের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজেদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ কামাল হোসেন ও টাইগার আইটি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ রাজিব হোসাইন। বিশেষ অতিথির বক্তব্যে ইউএস ফুলব্রাইট স্পেশালিস্ট ও এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির ইনফরমেশন সিস্টেমের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজেদুর রহমান বলেন, ট্র্যাস (বর্জ্য) ব্যবস্থাপনা বিশ্বব্যাপী সমস্যা। বাংলাদেশেও এই সমস্যা প্রবল। বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ বর্জ্যকে সঠিক উপায়ে ডিটেক্ট করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম বলেন, বাংলাদেশে প্রস্তাবিত গবেষণাকে ফান্ডিং করার বেশ কিছু উদ্যোগ রয়েছে।
চুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ কামাল হোসেন বলেন, উপস্থাপিত প্রবন্ধটিতে ই-বর্জ্য যুক্ত করা যেতে পারে। কেননা শহর-গ্রাম সর্বত্র ইলেকট্রনিক পণ্যের ব্যবহার বেড়েছে।
টাইগার আইটি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ রাজিব হোসাইন বলেন, অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি সমন্বয়ের মাধ্যমে বৃহৎ পরিসরে রিসার্চগুলোকে কাজে লাগানো সম্ভব।
সভাপতির বক্তব্যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল বলেন, উন্নত দেশগুলোতে বর্জ্য প্রক্রিয়াজাত করে ব্যবহারযোগ্য লাভজনক ভিন্ন বস্তুতে রূপান্তরিত করা হচ্ছে। বাংলাদেশেরও বিশ্বের উন্নত দেশগুলোর মতো বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা উচিত। পুরো সেমিনারের সঞ্চালনায় ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাফিসা আঞ্জুম। সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি