অগ্রণী ব্যাংক পিএলসি চট্টগ্রাম সার্কেলের ব্যবসায়িক সভা

3

মার্চ’২০২৪ ভিত্তিক খেলাপী ঋণের স্থিতি এবং এপ্রিল’২০২৪ ভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক সূচকের অগ্রগতি এর আলোকে অগ্রণী ব্যাংক পিএলসি. চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে ‘ব্যবসায়িক মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠান গতকাল চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর, উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম সহ ব্যাংকের চট্টগ্রাম সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা/শাখা প্রধান, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান বিশ^ব্যাপী যুদ্ধবিগ্রহ এবং কোভিড-১৯ সংকটের কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও ব্যাংকের ভূমিকার উল্লেখ করে সংকট মোকাবেলায় শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ের নির্দেশনা দেয়ার পাশাপাশি নতুনভাবে যাতে কোন ঋণ শ্রেণীকৃত না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করেন। এছাড়া ভালো গ্রাহকদের ঋণ প্রদান ও স্বল্পসুদবাহী আমানত সংগ্রহের নির্দেশ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্কেল মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা। বিজ্ঞপ্তি