বান্দরবান প্রতিনিধি
দীর্ঘ ৯ মাস পর বান্দরবানের রুমা ও থানচির রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই বমপাড়ার ১০টি বম পরিবারের ২৬ জন সদস্য নিজ ঘরে ফিরেছেন।
গতকাল বুধবার দুপুরে বাকলাই বম পাড়ায় প্রবেশ করেন তারা। এ সময় বাকলাই সেনাবাহিনীর সাব জোন ক্যাম্পের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৪ সালের এপ্রিল মাসে উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক দুইটিতে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা ডাকাতি করে। পরবর্তীতে সশস্ত্র কুকিচিং’র আস্তানায় অভিযান শুরু হয়। ওই সময় কুকিচিং সদস্যদের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে দুই কুকিচিং সদস্য নিহত হন। তখন স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ কারণে নিরাপদ আশ্রয় নিতে মোট ৩৮টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেনাবাহিনীর তত্ত¡াবধানের ১০টি বম পরিবারের ২৬ জন সদস্য বাড়ি ফিরেছেন।
বাকলাই বমপাড়ার বাসিন্দা জোয়ার মনি বম (৬২) বলেন, কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমস্যার কারণে আমরা দীর্ঘ ৯ মাস বন-জঙ্গলে, বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলাম। আজ ঘরে ফিরতে পেরে খুব খুশি।
বাকলাই বম পাড়ার আরেক সদস্য জিলি বম (৩৭) বলেন, বন-জঙ্গলে পালিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে।অনেক দিন পর নিজ পাড়ার বসতভিটায় ফিরতে পেরেছি। এ আনন্দ বলার মতো না।
বসতবাড়িতে ফিরে আসা লালমিনসাং বম বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় নিজবাড়ি ফিরতে পেরে আনন্দবোধ করছি।
বাকলাই সেনা সাব জোন ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মঈন বলেন, তাদেরকে সর্বদা সহযোগিতা করা হবে। এছাড়া এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।