নাফ নদে মিয়ানমারের ইয়াংগুন থেকে টেকনাফ অভিমুখী কার্গো বোটনাফ নদে মিয়ানমারের ইয়াংগুন থেকে টেকনাফ অভিমুখী কার্গো বোট
নয় দিন পার হয়ে গেলেও মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট ছাড়েনি দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
গতকাল শনিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত পণ্যবাহী ওই বোটটি আরাকান আর্মির হেফাজতে রয়েছে। এর আগে সোমবার আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি কার্গো বোট টেকনাফ স্থলবন্দরে পৌঁছে।
টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘এর আগে দুটি পণ্যবাহী কার্গো বোট আরাকান আর্মির হেফাজত থেকে টেকনাফে পৌঁছেছিল। তবে নয় দিন পার হয়ে গেলেও তাদের কাছে আরও একটি পণ্যবাহী বোট রয়েছে। সেখানে প্রায় ৩০ হাজার বস্তা বিভিন্ন মালামাল রয়েছে।’
এদিকে, এর আগে বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক করা হয় বিভিন্ন পণ্যবাহী তিনটি কার্গো বোট।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘আমরা ব্যবসায়ীরা খুব চিন্তিত। কারণ এখনও একটি পণ্যবাহী কার্গো বোট ছাড়েনি আরাকান আর্মি। সেখানে আমাদের বহু ব্যবসায়ীর মালামাল রয়েছে। নয় দিন অতিবাহিত হলেও বড় কার্গো বোটটি তাদের হেফাজতে রয়েছে। এ ধরনের সমস্য সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করা দরকার।’