৮৫ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বুকিং

1

নিজস্ব প্রতিবেদক

চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫’ শেষ হয়েছে। নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন বøæতে ১৩ ফেব্রæয়ারি শুরু হওয়া এই মেলা ক্রেতা ও দর্শনার্থীদের বিপুল সাড়া পেয়েছে। বিশেষ করে শুক্র ও শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং গতকাল রবিবার ছিল সবচেয়ে ব্যস্ত সময়। মেলার শেষ দিনে সবচেয়ে বেশি ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস ও প্লট বিক্রি ও বুকিং হয়েছে।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘করোনার ধকল কাটিয়ে ওঠার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে। নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও আমরা ক্রেতাদের সাধ্যের মধ্যে সেরা ফ্ল্যাট দিতে চেষ্টা করেছি, যার প্রতিফলন এবারের ফেয়ারে দেখা গেছে।’
চার দিনব্যাপী মেলায় প্রায় ৫,২৩৫ জন দর্শনার্থী অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য বিভিন্ন অফার নিয়ে আসে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় মেলা শেষ হওয়ার পরও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির নিজস্ব অফিসে এসব সুযোগ-সুবিধা বহাল থাকবে। এবারের ফেয়ারে ফ্ল্যাট, কর্মাশিয়াল স্পেস ও প্লট বিক্রির লক্ষ্যমাত্রা ছিল ১১০ কোটি টাকা, যেখানে ৮৪ কোটি ৭৭ লক্ষ টাকার বিক্রি ও বুকিং হয়েছে এবং অতিরিক্ত ৫৫ কোটি টাকার কমিটমেন্ট পাওয়া গেছে।
মেলার সফল আয়োজনের জন্য রিহ্যাব পরিচালনা পর্ষদ, ফেয়ার স্ট্যান্ডিং কমিটি, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি, স্পন্সর প্রতিষ্ঠান, ডেভেলপার কোম্পানি, বিল্ডিং ম্যাটেরিয়ালস সরবরাহকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ইভেন্ট স্পন্সর, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকরা।