স্পোর্টস ডেস্ক
সাত মাসের আন্তর্জাতিক বিরতির পর অবশেষে সোমবার জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার আগে দলীয় অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। ৩৭ বছর বয়সী মেসি সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলটির হয়ে খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। পেশির চোটে মার্চ মাসের দুটি বাছাই ম্যাচ থেকে ছিটকে যান। মেসি সোমবার বুয়েন্স এইরেসের উপকণ্ঠে তার নামে করা ট্রেনিং কমপ্লেক্সে দলের প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন। অবশ্য এবার দারুন ফর্মে রয়েছেন ইন্টার মায়ামি তারকা।
বর্তমানে লাতিন অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে। শুক্রবার তারা চিলির বিপক্ষে সকাল ৭টায় মাঠে নামবে। তার পর তারা বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টালে কলম্বিয়াকে আতিথ্য দেবে।