৭ ছক্কা মেরে ডি ভিলিয়ার্সকে ছুঁলেন ডি কক

6

লাল বলের ক্রিকেটে সময়টা এমনিতেই ভালো যাচ্ছিল না কুইন্টন ডি ককের। এর ওপর নেতৃত্ব ভার চেপে ধরেছিল আরও। সবকিছু থেকে মুক্তি মিললো সেন্ট লুসিয়া টেস্টের অসাধারণ সেঞ্চুরিতে। অধিনায়কত্ব ছাড়ার পর স্বাধীন মনে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এই উইকেটকিপার খেলেছেন হার না মানা ১৪১ রানের ইনিংস। তার এই শতকের পর আরেক দফা দক্ষিণ আফ্রিকার পেসাররা জ্বলে ওঠায় ইনিংস হারের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ। ডি ককের অসাধারণ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩২২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। সবশেষ ৯ টেস্টে এটি তাদের তৃতীয়বার ৩০০ ছাড়ানো স্কোর। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও ভালো অবস্থানে নেই ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনে এ প্রতিবেদন লেখা অবধি ৫ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে তারা।