চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার ৪ তলা ভবনের কাজের মেয়াদ শেষ হয়ে ৬ বছর অতিবাহিত হলেও নির্মাণ কাজ শুরুই হয়নি। ১ম ঠিকাদার ভবন নির্মাণের কাজ নির্দিষ্ট সময়ে শুরু না করায় কার্যাদেশ বাতিল করা হয়। দীর্ঘ সময় ধরে ভবন নির্মাণ কাজ শেষ না হওয়ায় শ্রেণিকক্ষ সংকটে রয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
জানা গেছে, উপজেলার পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৮ সালের ৭ নভেম্বর। ভিত্তিপ্রস্তর স্থাপন করে ৫৪০ দিন সময় দিয়ে ২০১৯ সালের ১৩ অক্টোবর ভবন নির্মাণ কাজের কার্যাদেশ দেয়া হয় মেসার্স ইউটি শাহ জব্বারিয়া (জেবি) নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণের কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট ঠিকাদার ভবন নির্মাণ কাজ শুরু না করার কারণে টেন্ডার বাতিল করা হয়। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালনা পরিষদের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) মাধ্যমে নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে অবহিত করেন বলে জানা যায়। ভবন নির্মাণের ফলে মাদ্রাসার ১টি ভবনের কয়েকটি কক্ষ ভেঙ্গে ফেলায় শ্রেণি কার্যক্রম পরিচলনায় কক্ষ সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম জানান, গত জুন মাসে পাইলিংয়ের কার্যক্রম শেষ হয়েছে। প্রথমে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের কথা ছিল। ২য় বার টেন্ডার দেয়ার কারণে বরাদ্দ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে প্রকৌশল অধিদপ্তর। খুব শীঘ্রই নতুনভাবে বাজেট করে কাজের মূল্য তালিকা নির্ধারণপূর্বক টেন্ডার আহŸান করা হবে বলে জেনেছি।