বোয়ালখালী
বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
২৪ জুন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনের বোয়ালখালী শাখার আহব্বায়ক মুহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য সচিব মো. দিদারুল আলম, সুমন কান্তি ঘোষ, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আকতার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা ও প্রান্ত পারিয়াল।
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া ও বেতন স্কেল পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান, অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা।
এছাড়াও রোগ থেকে মুক্তির উপায়, নতুন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। তাই স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান তারা।
এছাড়াও নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক(বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ রাখা হবে।-বোয়ালখালী প্রতিনিধি
পটিয়া
৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, পটিয়া শাখার সভাপতি সুকান্ত নাথ ও সাধারণ সম্পাদক মাসুদ করিমের নেতৃত্বে ২৪ জুন সকাল ৮ টা হতে ১০ টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক (বিজ্ঞান)সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে সারা দেশের ন্যায় মঙ্গলবার পটিয়ায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। স্বাস্থ্য সহকারীরা বলেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা ১ লাখ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকেন। কিন্তু তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছে। অথচ নিয়োগবিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশ কৃত নিয়োগবিধি সংশোধনের প্রস্তাবনার চূড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়। আর দাবি মেনে নেওয়া না হলে আগামি ১ সেপ্টেম্বর হতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান।কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন- স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নূরী সাহিদা,স্বাস্থ্য পরিদর্শক অলক দাশ, এসোসিয়েশনেন অর্থ সম্পাদক বিকাশ দে, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফখরুদ্দীন ফারুক, সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি, মহিলা সম্পাদিকা কান্তা দত্ত, সাবেক সাধারণ সম্পাদক শানু মজুমদার, সহ-সভাপতি নির্বানেশ বিশ্বাস, সদস্য কুলসুমা আক্তার, ফারজানা আক্তার, তন্বী দেবী সহ স্বাস্ত্র সহকারীরা। পটিয়া প্রতিনিধি