কোপা আমেরিকার শেষ চারের উঠার লড়াইয়ে শুক্রবার রাতে মুখোমুখি হয় পেরু ও প্যারাগুয়ে। খেলার নির্ধারিত সময়ে উভয় পক্ষের গোল ৬টি। কিন্তু জয় পায়নি কেউ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করেও নিজেদের বাঁচাতে পারলো না প্যারাগুয়ে। কারণ, শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে হেরে যেতে হয়েছে তাদেরকে পেরুর কাছে। সে সঙ্গে প্যারাগুয়েকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিলো পেরু।
দুই দেশই পরিণত হয়েছিল ১০ জনের দলে। প্যারাগুয়ে পুরো দ্বিতীয়ার্ধই খেলে ১০ জন নিয়ে। আর পেরু ১০ জনের দলে পরিণত হয় ৮৫ মিনিটে। তাতেও অবশ্য নির্ধারিত সময়ে ফলে কোনো পরিবর্তন হয়নি। টাইব্রেকারে প্যারাগুয়েকে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে পরাজিত করে কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নেয় পেরু।
পেনাল্টি শ্যুট আউটেও ছিল রোমাঞ্চ। সেখানেও প্রথম ৫ শটের পরও স্কোরলাইন ছিল ৩-৩। ষষ্ঠ শটের সাডেন ডেথে পেরু গোল করে, তবে গোল করতে ব্যর্থ হয় প্যারাগুয়ে। সেমিফাইনালে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।