স্পোর্টস ডেস্ক
আইপিএল ২০২৫-এর বাকি অংশে খেলতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিলি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক টুর্নামেন্টে আর অংশ নেবেন না- এই খবর নিশ্চিত হওয়ার পরই মোস্তাফিজকে তার বদলি হিসেবে নেয় দলটি। গতকাল বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। মোস্তাফিজকে নিতে ৬ কোটি রুপি খরচ করেছে দিল্লি। যদিও নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। আইপিএলে ৫৭ ম্যাচ খেলে ৮.১৪ ইকোনোমি রেটে ৬১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর রহমান, যেখানে ১৪টি উইকেট তুলে নিয়েছিলেন। ২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে মোস্তাফিজ এখন পর্যন্ত ২৮১টি ম্যাচে অংশ নিয়ে ৩৫১টি উইকেট শিকার করেছেনÑ যা তাকে বিশ্বের অন্যতম অভিজ্ঞ ও কার্যকর বোলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবারও আইপিএলে ফিরিয়ে আনল।