স্পোর্টস ডেস্ক
প্রথম চার বলে বোল্ড চার ব্যাটসম্যান। পঞ্চম বলে এলবিডব্লিউ আরেক জন। ব্যাস, ম্যাচের সমাপ্তি! এমন অবিশ্বাস্য বোলিংই উপহার দিয়েছেন দিগ্বেশ রাঠি। এবারের আইপিএলে দারুণ বোলিংয়ে নজর কাড়ার পাশাপাশি নেতিবাচক কারণে খবরের শিরোনাম হওয়া ভারতীয় লেগ স্পিনার টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার বিস্ময় জাগানিয়া কাজটি করেছেন স্থানীয় একটি টি-টোয়েন্টি ম্যাচে।
দিগ্বেশের আইপিএল দল লাক্ষ্নৌ সুপার জায়ান্টস সোমবার তার ওই বোলিংয়ের ভিডিও পোস্ট করেছে সামাজিক মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজিটির মালিক সাঞ্জিব গোয়েঙ্কাও সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, “স্থানীয় টি-টোয়েন্ট ম্যাচে দিগ্বেশ রাঠির পাঁচ বলে ৫ উইকেট নেওয়ার এই ক্লিপ দেখে আমি হতবাক হযয়ে গেলাম। যে প্রতিভা ২০২৫ সালের আইপিএলে লাক্ষ্নৌর হয়ে তাকে একজন তারকা করে তুলেছিল, তার এক ঝলক।”
ম্যাচটি কোথায় হয়েছে বা টুর্নামেন্টের নাম কী, এসবের যদিও উলেখ করা হয়নি। ম্যাচটিতে মোট ৭ উইকেট শিকার করেন দিগ্বেশ।
এবারই প্রথম আইপিএলে খেলার সুযোগ পান দিগ্বেশ। লাক্ষ্নৌ প্লে-অফে উঠতে না পারলেও নিজের প্রথম আইপিএলে বল হাতে চমক দেখান দিগ্বেশ। আসরে দলটির হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নেন তিনি ১৩ ম্যাচে ওভারপ্রতি ৮.২৫ করে রান দিয়ে।