৫৮ বছর বয়সে মাঠে ‘কিং কাজু’

1

জাপানের ফুটবল ইতিহাসে কিংবদন্তি হিসেবে বিবেচিত কাজুয়োশি মিউরা, যিনি ‘কিং কাজু’ নামেই বেশি পরিচিত, আবারও মাঠে ফিরলেন-এইবার ৫৮ বছর বয়সে! পেশাদার ফুটবলে নিজের ৪০তম মৌসুমে তিনি রীতিমতো ইতিহাস সৃষ্টি করলেন। রবিবার জাপানের চতুর্থ স্তরের লিগ, জাপান ফুটবল লিগ-এ আতলেতিকো সুজুকা ক্লাবের হয়ে ৮২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন কাজু।
তার দলের জয় নিশ্চিত হয় ২-১ ব্যবধানে। ম্যাচ শেষে ৫৮ বছর ১০৯ দিন বয়সী এই স্ট্রাইকার বলেন, “আমি খুশি যে দলকে কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি। সতীর্থ ও ট্রেনারদের সহায়তায় এতদূর আসতে পেরেছি। এখন নিজের পারফরম্যান্স আরও উন্নত করতে চাই। ” ১৯৮৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মিউরা এরপর খেলেছেন ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালে। গত দুই মৌসুম পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব অলিভেইরেন্সে খেলেছেন, সেখান থেকে আবার ফিরে এসেছেন জাপানে।
১৯৯৩ সালে জে-লিগের যাত্রা শুরুতে কাজুর ভূমিকা ছিল ঐতিহাসিক। তিনি জাপানে ফুটবলের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে বড় অবদান রাখেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫টি গোল করেছেন ৮৯ ম্যাচে।