৫৭ মামলার আসামি রুহুল আমিন গ্রেপ্তার

1

পটিয়া প্রতিনিধি

৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মোহাম্মদ রুহুল আমিন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল এলাকার মৃত আবদুস সালামের ছেলে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন পটিয়া থানার উপপরিদর্শক শফিক উল্লাহ, সহকারী উপপরিদর্শক মো হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, ১টি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি পরোয়ানা মুলতবি রয়েছে। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে ১৯টি সিআর মামলা ও ৬টি সাজা ওয়ারেন্ট রয়েছে। পুলিশের ধারণা, আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও ওয়ারেন্ট মুলতবি থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে আমাদের টিম গোয়েন্দাভাবে কাজ করছিল। অবশেষে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, পলাতক সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।