স্পোর্টস ডেস্ক
মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ শেষ পর্যন্ত লিভারপুলেই থাকছেন। নতুন করে ২ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। সৌদি আরবের একটি ক্লাব সালাহকে অফার করেছিল প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড। এত বড় অঙ্কের অর্থ যে কোনো খেলোয়াড়ের জন্য লোভনীয় হতে পারে।
তবু এই সুযোগ ফিরিয়ে দিয়ে লিভারপুলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সালাহ সবসময়ই লিভারপুলকে ভালোবাসেন। আট বছর ধরে ক্লাবের হয়ে খেলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাবটির সবচেয়ে বড় তারকাদের একজন হিসেবে। তবে নতুন চুক্তি অনুযায়ী সালাহ এখন লিভারপুলে সাপ্তাহিক প্রায় ৪ লাখ পাউন্ড আয় করবেন। তার বয়সী খেলোয়াড়দের জন্য এটা বেশ বড়সড় নিরাপত্তা। তিনি চান, লিভারপুলকে ২০তম লিগ শিরোপা এনে দিতে, আবার চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে এবং ব্যালন ডি’অর জয়ের স্বপ্নও বাস্তব করতে। অন্যদিকে, সালাহর স্ত্রী ও দুই কন্যা বর্তমানে লিভারপুল শহরেই সুখে-শান্তিতে আছেন। পরিবারের আরামদায়ক জীবনও তার সিদ্ধান্তে প্রভাব রেখেছে।