৫ম রাউন্ড শেষে রাসেদুল হাসান একক ভাবে শীর্ষে

0

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ রাঙ্গামাটি জেলা আয়োজনে ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি সহযোগিতায় “১ম রাঙ্গামাটি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট- ২০২৫” এর রাসেদুল হাসান ৫ম রাউন্ড শেষে সব খেলায় জয়ী হয়ে পুর্ন ৫ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে. তিনি ৫ রাউন্ডে রবিউল কে পরাজিত করে। সমান খেলায় ৪.৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে আমিনুল ইসলাম ও মুজিবুর রহমান। ৪ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছে রবিউল হোসেন, খায়রুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া ও দীবাকর চাকমা,. ৩.৫ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে আছে অভিক সরকার, শফিকুল ইসলাম, রাব্বি সেলিম, ফয়সাল হোসেন,মীর্জা আরিফুর রহমান ও সাইফুল আজম চৌধুরী। আজ শনিবার অনুষ্ঠিত ৫ম রাউন্ডে খেলায় মুজিবুর – শফিকুলকে,আমিনুল – মতিউর মামুনকে,দীবাকর – দীপংকরকে,জাকারিয়া – রতœজয়কে,খায়রুল – সুমন্তকে,মীর্জা আরিফ- শান্তিময়কে,রাব্বি সেলিম- মঞ্জুরকে,সাইফুল – মহসিনকে পরাজিত করে, অভিক সরকার ও ফয়সাল হোসেন মধ্যকার খেলা ড্র হয়। বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত ২দিন ব্যাপী এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে ২৬জন রেটেড দাবাড়ু সহ মোট ৫৯ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। ৬ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে প্রকৌশলী এস এম তারেক ও ডেপুটি আরবিটার হিসেবে নুরুল আমিন দায়িত্ব পালন করছেন।