স্পোর্টস ডেস্ক
পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর গত মৌসুমে কোনো কিছুই জিততে পারেননি কিলিয়ান এমবাপে। তবে, ব্যক্তিগত পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গেছেন। রিয়ালের জার্সি গায়ে অভিষেক মৌসুমেই ৫৬ ম্যাচে রেকর্ড ৪৩ গোল করেন তিনি। এর মধ্যে লা লিগায় ৩১ গোল করে জয় করে নেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। এতগুলো গোল করেও রিয়ালকে লা লিগা কিংবা কোপা ডেল রে জেতাতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরেছে ৫-১ ব্যবধানে। কোনো শিরোপা না জিতলেও কিলিয়ান এমবাপের সাবেক পিএসজি সতীর্থ, রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস মনে করেন, এবারের ব্যালন ডি’অরটা এমবাপেই পাওয়ার যোগ্য। শুধু এই বছরই নয়, ভবিষ্যতে আরও পাঁচবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিততে পারেন এমবাপে- মন্তব্য করেছেন রামোস। ২০২৫ সালের ব্যালন ডি’অর পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হবে আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে।