৪ কেজি কোকেনসহ বিদেশি নাগরিক আটক

3

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিদেশি নাগরিক স্টেলিয়া সানতায়ি নামে এক নারী যাত্রীর লাগেজ তল্লাশি করে মাদকসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল জানান, কোকেনসহ আটক নারীযাত্রী বাহামার নাগরিক। সে ১২ জুলাই এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওনা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাই দুবাই ফ্লাইটে ১৩ জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোমবার সকাল সাড়ে ১০টায় সে বিমানবন্দরে লাগেজ নিতে আসে। সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে একটি ইউপিএসের ভেতর তিন কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়।
তিনি আরও জানান, ওই বিদেশি নারী শাহ আমানত বিমানবন্দরে নামার পর থেকেই এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল। কিন্তু প্রথমদিন তার সঙ্গে কোনও লাগেজ ছিল না। আজ লাগেজে কোকেনসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।