মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৬ তম বার্ষিকী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ ও লাল পতাকা মিছিল নগরীর পুরাতন বটতলী রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা ইনচার্জ আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমÐলীর সদস্য কমরেড নিখিল দাস, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরাম সদস্য ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক শ্রমিক নেতা খালেকুজ্জামান লিপন, জেলা সদস্য স.ম ইউনুচ, আহমদ জসীম, ইজিবাইক সংগ্রাম পরিষদে চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব মনির হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক হেলাল উদ্দিন কবির, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বাসদ জেলা সদস্য মহিন উদ্দিন, নুরুল হুদা নিপু, শ্রমিক নেতা নুরুল ইসলাম মাস্টার, ফিরোজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ১০৭ বছর আগে রাশিয়ার শ্রমিক শ্রেণী বিশ্বের বুকে সংঘটিত সর্বহারা বিপ্লব, নির্মাণ করে প্রথম মেহনতি মানুষের রাষ্ট্র। এযাবতকালে মানবজাতির ইতিহাস শ্রেণিসংগ্রামের ইতিহাস- মহামতি কার্ল মার্ক্সের সেই মহান শিক্ষা নিয়ে কমরেড লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি গড়ে তোলে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। বৈষম্য থেকে মুক্তি পেতে ক্ষমতার হাতবদল নয়, দরকার ব্যবস্থার পরিবর্তন।
ক্ষমতায় এসেছে বুর্জোয়াশ্রেণি ও তার সহযোগীরা। এরা দুর্নীতি ও লুটপাট করে দেশের সম্পদ পাচার করেছে, মেগা প্রকল্পের নামে বিদেশি ঋণের জালে দেশকে বেঁধে ফেলেছে, নিবর্তনমূলক কালোআইনে জনগণের কণ্ঠ রুদ্ধ করেছে, ব্যবসায়ী তোষণ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযন্ত্রণা বাড়িয়েছে, ন্যায্য মজুরি থেকে শ্রমিক এবং ফসলের ন্যায্যমূল্য থেকে কৃষককে বঞ্চিত করেছে। নির্বাচনকে ভোট ডাকাতি ও টাকার খেলায় পর্যবসিত করেছে আর সংসদকে বানিয়েছে ব্যবসায়ীদের বিনোদন ও ব্যবসার ভাগ বাটোয়ারার প্রতিষ্ঠানে। সমাবেশে পূর্বে ইজিবাইক ও ব্যাটারি রিকশার লাইসেন্স ও নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমুল্য কমানোসহ বিভিন্ন দাবি নিয়ে মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি