নগরীর উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড বিএনপির নতুন আহবায়ক কমিটি দেওয়ায় মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ জানিয়েছে স্বাগত মিছিল করেছে নবগঠিত ওয়ার্ড কমিটি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে মিছিলটি কাটগড় বাজার থেকে শুরু হয়ে স্টিলমিল বাজার প্রদক্ষিণ করে আবার কাটগড় বাজার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন ৪০নং ওয়ার্ডের আহবায়ক মো. লোকমান, সদস্য সচিব মনজুর কাদের ও সিনিয় যুগ্ম আহবায়ক মো. আমিন। পরে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুন নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহব্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি