ফিলিপাইন সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত যুদ্ধবিমান কিনতে চায়। বৃহস্পতিবার দুজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানিয়েছেন। সামরিক বাহিনীর প্রধান রোমিও ব্রাওনার জানান, অন্তত ৩৩ বিলিয়ন ডলার ব্যয়ে সামরিক আধুনিকায়নের পরিকল্পনা করছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ব্রাওনার সাংবাদিকদের বলেন, আমরা নতুন অস্ত্র ব্যবস্থা, বিশেষ করে মাঝারি পাল্লার ক্ষমতাসম্পন্ন অস্ত্র পেতে চাই। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডার স্যামুয়েল পাপারো। উত্তরাঞ্চলীয় শহর বাগিওতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব গিলবার্তো টিওডোরো জানিয়েছেন, ফিলিপাইন নতুন অস্ত্র কেনার জন্য বিভিন্ন প্রস্তাব মূল্যায়ন করছে। এর মধ্যে রয়েছে ৪০টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা, যা দেশটির সামরিক বাহিনীর বহিরাগত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।