রাউজান প্রতিনিধি
রাউজানে জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজানের সদস্য ইসতিয়াক হোসেন সিফাতের (২১) উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এসময় হামলাকারী মুহাম্মদ ইমরানকে (২৬) স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বাড়ি একই ইউনিয়নের আচার্য্য পাড়ায়।
পুলিশ জানিয়েছে, আটক ইমরান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নোয়াপাড়া ইউনিয়ন শাখার সক্রিয় কর্মী। তবে তার পদ-পদবী আছে কিনা সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে থানায়। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
হামলার শিকার ইশতিয়াক হোসেন সিফাত বলেন, আমি জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। এসময় হঠাৎ ছাত্রলীগ কর্মী ইমরান আমাকে পেছন থেকে হামলা করে। এ দৃশ্য দেখে স্থানীয়রা তাকে আটক করেন। তার সঙ্গে আমার শত্রæতা নেই। আন্দোলনের কারণে হয়তো সে আমার উপর ক্ষেপে থাকতে পারে। যেহেতু আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনে কাজ করেছি।
এদিকে সিফাতের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাউজানের নেতৃবৃন্দ। তারা বলেন, ছাত্রলীগের কর্মীরা এখনো ছাত্র আন্দোলনের কর্মীদের উপর খেপে আছে। সুযোগ পেলেই হামলা করছে। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মী ও নেতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহবান জানান তারা।
রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতির মামলা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর উপর হামলার অভিযোগে শুক্রবার বিকেল তিনটার দিকে ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তার দলীয় পদের বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও সক্রিয় ছাত্রলীগ কর্মী ছিলেন তার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।