৩ জিম্মিকে হস্তান্তর করলো হামাস, মুক্তি পেতে যাচ্ছেন শতাধিক ফিলিস্তিনি

1

গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রথম ধাপে ৩৩ জনকে মুক্তির তৃতীয় দফায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাদের ছেড়ে দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন ১১০ জন ফিলিস্তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তৃতীয় দফায় ইসরায়েলি নারী সেনা আগাম বেরজের, বেসামরিক নারী আরবেল ইয়েহুদ এবং ৮০ বছরের প্রবীণ গাদি মোসেসকে ছেড়ে দেওয়া হয়। বেরজেরকে সবুজাভ ইউনিফর্ম পরা অবস্থায় গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ার ধ্বংসপ্রাপ্ত ভবনের মাঝ দিয়ে হাঁটিয়ে এনে মানবাধিকার সংস্থা রেড ক্রসের কাছে তুলে দেওয়া হয়। হামাসের মিত্র গোষ্ঠী আরেক সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা অস্ত্রধারীদের মাঝে দাঁড়িয়ে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করছেন ইয়েহুদ ও মোসেস। একই দিনের পরবর্তী এক সময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে ইসরায়েল। তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৩০ জনের সঙ্গে আছেন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর দায়ে দোষী সাব্যস্ত কয়েকজন ব্যক্তি। মুক্তির পর তাদের পশ্চিম তীর বা গাজায় নিয়ে যাওয়া হবে। ৭ অক্টোবরের হামলায় থাইল্যান্ডের পাঁচ জন নাগরিককেও জিম্মি করেছিল হামাস। ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক এক চুক্তির আওতায় তাদেরও ছেড়ে দেওয়া হবে।