পূর্বদেশ ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন বগুড়া-৬ আসনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একটি আসন থেকে লড়বেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে নাম লেখানোর পর এটি তারেক রহমানের প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। গতকাল সামবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনের জন্য দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় মির্জা ফখরুল আসন্ন নির্বাচনের জন্য দলের মনোনীত ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে জরুরি বৈঠক করে দলের স্থায়ী কমিটি। সেখানে এই প্রাথমিক তালিকা অনুমোদিত হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া। বগুড়া-৬ আসনে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হবেন।
বেগম খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাসে দেখা যায়, তিনি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিবারই সব আসনে বিজয় লাভ করেন।
১৯৯১ সালে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন: বগুড়া-৭, ঢাকা-৫, ঢাকা-৯, ফেনী-১ এবং চট্টগ্রাম-৮। ফেনী-১ আসনটি রেখে অন্য চারটি ছেড়ে দেন তিনি।
১৯৯৬ সালের সাধারণ নির্বাচনেও পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন: বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষীপুর-২ ও চট্টগ্রাম-১। সব কটিতে বিজয়ের পর ফেনী-১ আসনটি রেখে অন্য চারটি ছেড়ে দেন তিনি।
২০০১ সালের সাধারণ নির্বাচনেও বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষীপুর-২ এবং চট্টগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার সব কটিতে বিজয়ী হন। নিজের জন্য রাখেন বগুড়া-৬ আসনটি।
সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন খালেদা জিয়া। বগুড়া-৬, বগুড়া-৭ এবং ফেনী-১ আসনে বিজয়ী হয়ে ফেনী-১ আসনটি নিজের জন্য রাখেন।
আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানায় নির্বাচন কমিশন।











