বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী ৩৯তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৫-এ শেষ দিন শনিবার ১০০ মিটার দৌড় (বালক) ১১.১০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জয়ের মাধ্যমে দ্রুততম মানব হয়েছে চটগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাথলেট মো. মারুফ হাসান। এইদিন সকালে ২০০ মিটার দৌড় (বালক) ইভেন্টও ৩য় স্থান লাভ করে মারুফ।
দ্বিতীয় দিনে চট্টগ্রাম জেলার ঝুলিতে আসে ৪টি পদক, ২০০ এবং ৪০০ মিটার দৌড় (কিশোর) দুটি তম্র পদক লাভ করে মিনহাজুল ইসলাম।
আগের দিনে উচ্চ লাফ (বালিকা) ১.৫৩ মিটার লাফিয়ে রৌপ্য পদক জয় করে পূর্ণা চাকমা এবং ৪ ী ১০০মিটার রিলে (কিশোর) ইভেন্টে মারুফ হাসান, ইউলিয়াম ত্রিপুরা, মিনহাজুল ইসলাম, মাইনুল ইসলাম দলগত রৌপ্যসহ চট্টগ্রাম জেলা মোট ৬টি পদক অর্জন করে।চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবদুল বারী এবং দলের প্রশিক্ষক হিসেবে টিম পরিচালনা করছেন সাবেক জাতীয় এ্যাথলেট, সাংবাদিক এম. সরওয়ারুল আলম সোহেল।
উল্লেখ্য গত শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মো. মাহাবুব উল আলম, বিএএফ সভাপতি মেজর জেনারেল (অব:) নাঈম আশফাক চৌধুরীসহ অতিথিবৃন্দ।