৩৬ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

1

নিজস্ব প্রতিবেদক

নগরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় ৩৬ ঘণ্টা ধরে পানি সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। বহদ্দারহাট এলাকায় পাইপলাইনের আন্তঃসংযোগ কাজের জন্য আজ সকাল ১১টা থেকে কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন বন্ধ থাকবে। ফলে নগরের বিস্তীর্ণ অংশে পানি সংকট দেখা দিতে পারে।
চট্টগ্রাম ওয়াসা এক বিজ্ঞপ্তিতে জানায়, সিডিএ এভিনিউ রোডে বহদ্দারহাট পুলিশ বক্সের বিপরীতে ৬০০ এমএম ব্যাসের এসি পাইপলাইনের সঙ্গে ৩০০ এমএম ব্যাসের ডিআই পাইপ সংযোগের কাজ চলবে। এই কাজের ফলে নগরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটবে। যেসব এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো আরাকান রোড ও আশপাশের এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড, শাহ আমানত সেতু সংযোগ সড়ক, কেবি আমান আলী রোড, কালামিয়া বাজার এবং কল্পলোক আবাসিক এলাকা ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল।
ওয়াসা জানিয়েছে, এই ভোগান্তি সাময়িক এবং কাজটি দ্রæত শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। নগরবাসীকে এই সময়ের জন্য প্রয়োজনীয় পানি সংরক্ষণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।