ঈদগাঁও প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, তারেক রহমানের ৩১ দফা রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি দিকনির্দেশনা। ৩১ দফার মধ্যে নারীর অধিকার ও ক্ষমতায়ন, যুবকদের বেকার ভাতা, কৃষক-শ্রমিকদের ন্যায্যমূল্য ও অধিকার নিশ্চিতকরণসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ রাষ্ট্র।
২৪ অক্টোবর রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইছাখালী, ইউসুফেরখীল, জলদাসপাড়া ও পাঁহাশিয়াখালী এলাকায় ৪টি উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকেই গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নারী-পুরুষের উপস্থিতিতে সাধারণের মানুষের আস্থা ও সহমর্মিতারই প্রতিফলন ঘটেছে। বৈঠক শেষে লুৎফুর রহমান কাজল ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অসুস্থ ফরিদুল আলমের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। উঠান বৈঠকে জেলা বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, শহিদুর রহমান কোম্পানি, মোজাম্মেল হক, চান মিয়া, আকতার উদ্দিন প্রমুখ।











